নান্দাইলে বৃদ্ধার লাশ উদ্ধার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪, ০৪:২৬ পিএম
নান্দাইলে বৃদ্ধার লাশ উদ্ধার

ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের একটি ডোবা থেকে আজিতা খাতুন নামে ষাটোর্ধ্ব এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।

এ বিষয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন মিয়া জানান, আজিতা খাতুন গাংগাইল ইউনিয়নের গয়েশপুর গ্রামের বাসিন্দা। মহিলাটি এলাকা ঘুরে ভিক্ষা করতেন এবং মাথার সমস্যা ছিল বলে গ্রামবাসীরা জানায়। তবে দুদিন আগে মহিলাটি নিখোঁজ ছিল। বিষয়টির আরও তদন্ত চলছে।

ইএইচ