বাকেরগঞ্জে সাবেক এমপির উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪, ০৪:৩০ পিএম
বাকেরগঞ্জে সাবেক এমপির উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জে সাবেক এমপি ও জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের সহযোগিতায় ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার গারুড়িয়া কান্তা হাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক মুশফিকুর রহমান শাওন ও জ্যেষ্ঠ সদস্য মো. নাইম মৃধার পরিচালনায় জনসাধারণকে স্বাস্থ্যসেবা প্রদান করেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার মেডিসিন, গাইনি ও চর্মরোগ বিশেষজ্ঞ  ডা. আসমা ছিদ্দিকা এবং মেডিসিন, ডায়াবেটিকস, বাতব্যথা ও শিশু রোগে অভিজ্ঞ ডা. মো. সাইফুল ইসলাম।

স্বাস্থ্যসেবা প্রদানকালে এলাকার গরিব, দুস্থ ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোক্তা উপজেলা ছাত্রদল নেতা নাইম মৃধা বলেন, তাদের রাজনৈতিক অভিভাবক জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের সহযোগিতায় ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান এবং ওষুধ বিতরণ করা হয়েছে। তাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান।

ইএইচ