অতিথি পাখিদের নিরাপদ আশ্রয় হাওরাঞ্চলের জলাশয়

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪, ০৪:৫৬ পিএম
অতিথি পাখিদের নিরাপদ আশ্রয় হাওরাঞ্চলের জলাশয়

হাওর অঞ্চলে জানান দিয়েছে শীত। এই ঋতু শুধু রিক্ততা, বিষণ্নতা নয় সঙ্গে নিয়ে এসেছে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি।

মূলত উত্তর মেরু দেশগুলোর প্রকৃতি জনক পাখির জন্য প্রতিকূল হয়ে উঠে তখন অপেক্ষাকৃত অনুকূল পরিবেশ পেতে এসব পাখি অতিথি হয়ে চলে আসে আমাদের দেশেরে উত্তর পূর্বাঞ্জলের হাওরের বিল ও জলাশয়ে।

মৌসুমজুড়ে অতিথি পাখির কল-কাকলিতে মুখর থাকে এসব জলাশয়। অস্ট্রেলিয়া সাইব্রিয়ান এলাকায় এ সময় প্রচণ্ড বরফ পড়ার কারণে বালি হাঁস ও ইটালিয়া পাখি নামক এসব হাজার হাজার অতিথি পাখি বরফের যন্ত্রণা সইতে না পেরে এদেশে এসে দলবদ্ধভাবে হাওরের জলাশয়ে জলখেলায় লিপ্ত, আবার কখনো মুক্ত আকাশে উড়ে বেড়াতে ব্যস্ত।

আবার কখনও মাছ শিকারে ব্যস্ত থাকে তারা। অতিথি পাখিদের ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত এমন আচরণ চোখে পড়ে ইটনা, অষ্টগ্রাম, মিঠামইন, মদন, খালিয়াজুরী, আজমিরিগঞ্জ ও শাল্লা ইত্যাদি উপজেলা সমূহের হাওর অঞ্চল বাসীদের।

এই শীত মৌসুমে হাজার হাজার অতিথি পাখির আগমনে মুখড়িত হয়ে উঠে হাওর অঞ্চলের বিভিন্ন জলাশয়। প্রাকৃতিক নয়াভিরাম দৃশ্য দেখতে প্রতিদিন দর্শনার্থীরা দৃষ্টিনন্দন ইঞ্জিনচালিত নৌকাযোগে জলাশয়ে আসে। এসব অতিথি পাখিদের খাবারের ব্যবস্থা রয়েছে যেমন বিগত বছরে কৃষকদের চাষাবাদি উৎপাদিত ঝড়ে পড়া ধান, পাখিরা দলবদ্ধভাবে হাওরের জমিতে উঠে সারারাত ঐ ধান খাবার খেয়ে সারাদিন জলাশয়ের পানিতে বেসে ঘুমায়।

অতিথি পাখির দল হাওর অঞ্চলে এসে আশ্রয় কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে বিভিন্ন জলাশয়।

ইএইচ