নারী শিক্ষার উজ্জ্বল আলোকবর্তিকা হিসেবে গড়ে তুলতে সম্পূর্ণ ইসলামি বিধান অনুসারে আরবি শিক্ষার পাশাপাশি যুগোপযোগী আধুনিক শিক্ষা দেওয়ার আঙ্গিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল মারকাযুত তাকওয়া মহিলা মাদরাসা।
বৃহস্পতিবার সকালে উপজেলার সরফভাটা ইউনিয়ন ইত্যাদি এলাকার নব প্রতিষ্ঠিত মাদরাসাটির উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মারকাযুত তাকওয়া মাদরাসার পরিচালক মুফতি জাহাঙ্গীর।
এতে প্রধান অতিথি ছিলেন- খন্ডলিয়া পাড়া মাদরাসার পরিচালক মাওলানা সুলতান আহমেদ।
প্রধান বক্তা ছিলেন- সরফভাটা মেহেরিয়া মাদরাসার পরিচালক মাওলানা আনাস মাদানী।
মুফতি আবদুস শাকুর হাম্মাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- মেহেরিয়া মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা নেছার আহমেদ, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা মোহাম্মদ মোজাম্মেল মেম্বার, জাহাঙ্গীর আলম, মাদরাসার পরিচালনা কমিটির সদস্য মাওলানা ক্বারী ইসমাইল, মাহাবুব আলম মেম্বার, আল উম্মাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুফতি দিলদার বিন কাসেম, মুফতি হাবিবুর রহমান, মাওলানা নাছির, মো. শহিদুল্লাহ চৌধুরী, সাংবাদিক জগলুল হুদা, মাওলানা এনামুল হক, মাওলানা দিদার এলাহি, মো. লোকমান, মো. মহিউদ্দীন, আবদুর আজিজ, হাফেজ মো. জমির, মো. আজগর, মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ।
ইএইচ