এতিম শিশুদের মাঝে ইউএনওর কম্বল উপহার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪, ০৭:০৯ পিএম
এতিম শিশুদের মাঝে ইউএনওর কম্বল উপহার

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে অসহায় দুস্থ এতিম ৩০ জন শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা চকযদু কাশিয়াডাঙ্গা মদিনাতুল উলুম কওমি মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।

এ সময় ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মো. সামসুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনছুর আলী, মদিনাতুল উলুম কওমি মাদরাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ মো. তরিকুল ইসলাম, সাংবাদিক মালেক সরদার, অরিন্দম মাহমুদ, রেজুয়ান আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ধামইরহাট বেনিদুয়ার ক্যাথলিক মিশনে আরও ৫০ জন অসহায় শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে উপজেলার অসহায় দুস্থ শিশু ও পথচারীদের মাঝে সর্বমোট ৫ শত ৫৮টি কম্বল বিতরণ করা হবে। শীতার্ত কোন মানুষ যেন শীতে কষ্ট না পেয়ে থাকে সেজন্য উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

ইএইচ