শামা ওবায়েদকে নিয়ে বিরূপ মন্তব্য: সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে বিক্ষোভ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪, ০৭:২৯ পিএম
শামা ওবায়েদকে নিয়ে বিরূপ মন্তব্য: সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে বিক্ষোভ

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুকে নিয়ে বিরূপ মন্তব্য করায় তার নিজ নির্বাচনি এলাকার ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে প্রবাসী সাংবাদিক ইলিয়াস বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ মিছিল করে আটঘর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ৫নং ইউনিটের  নেতাকর্মীরা।

মিছিলটি গোয়ালপাড়া বাজার থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

আটঘর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ৫নং ইউনিটের  সভাপতি মুরাদ মাতুব্বরের সভাপতিত্বে এ উপজেলা যুবদল নেতা মাহফুজুর রহমান মাহফুজের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, উপজেলা যুবদল নেতা শাফিকুল ইসলাম, ২নং ওয়ার্ডের ৫নং ইউনিটের বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান আলী, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব খান, বিএনপি নেতা হাসমত খান, সাইফুল ইসলাম, কাওছার মাতুব্বর, কবির মাতুব্বর, ফজর আলী, আনিচ মাতুব্বর, মোজাফফর, আটঘর ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক লোকমান ফকির, আটঘর ইউনিয়ন ওলামাদলের সাংগঠনিক সম্পাদক সোহাগ ইসলাম, ছাত্রদল নেতা হাসিবুল, চয়ন, নাঈম রুবাইয়াত প্রমুখ।

ইএইচ