ময়মনসিংহে জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪, ০৭:৪৬ পিএম
ময়মনসিংহে জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ

ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলায় সন্ধ্যা ঘনিয়ে রাত হওয়ার সাথে সাথে শীতের তীব্রতা বেড়ে যায়। শীতে সবচেয়ে কষ্ট ভোগ করে নিম্নমধ্যবিত্ত ও ছিন্নমূল মানুষেরা।

ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উপজেলায় শীতার্ত মানুষের জন্য শীত বস্ত্রের বরাদ্দ পাঠানো হয়েছে।

রাত ১১টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এবং বলাশপুর আবাসনসহ আশেপাশের সড়কের পাশে ও বস্তিতে বসবাসকারী নিম্নবিত্ত ও ছিন্নমূল মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।

তিনি বলেন, পৌষ মাসের শুরুতেই তীব্র শীত দেখা দিয়েছে। বিভিন্ন অসহায় ও ছিন্নমূল মানুষেরা তীব্র শীতের দুর্ভোগে অনেক কষ্ট করছে এই চিন্তা মাথায় রেখেই রাত্রে বেরিয়ে পড়ি শীতের বস্ত্র নিয়ে।

ইএইচ