বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিবগঞ্জের মহাস্থান জাদুঘর পিকনিক স্পটে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির আহ্বায়ক সাংবাদিক আবু মুসার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন- জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মো. মমিনুর রশিদ শাইন।
জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির সদস্য সচিব ইউনূস উদ্দিন ও যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মো. কামরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য দেন- জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি আতিকুর রহমান আজাদ, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আবদুল মজিদ।
এছাড়াও আরও বক্তব্য দেন- শিবগঞ্জের সিনিয়র সাংবাদিক বাবু রতন কুমার রায়সহ জেলা ও ৭ টি উপজেলার সাংবাদিকবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন- মহাস্থানগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরনবী রহমান, কোষাধ্যক্ষ গোলজার রহমান, প্রচার সম্পাদক জহুরুল ইসলাম সৈকত, সাংবাদিক তাহেরা জামান লিপি, শাকিল, আকাশ, কিচক প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গফুর মন্ডল, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক মো. রুহুল আমিন আমিন প্রমুখ।
পরে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মো. কামরুল বগুড়া জেলা কমিটি ঘোষণা করেন।
কমিটিতে সাংবাদিক আবু মুসাকে সভাপতি, সাধারণ সম্পাদক ইউনুস উদ্দিন ও সাইদুর রহমান সাজুকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও মহাস্থানগড় প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজু সভাপতি, মোহাম্মদ আলী সাধারণ সম্পাদক ও শফিউল আলম ডিউকে সাংগঠনিক সম্পাদক করে বগুড়ার শিবগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
ইএইচ