মামলা তুলে নিতে বাদীকে হুমকি ও ভয়ভীতি প্রদান

ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৪, ০৩:২১ পিএম
মামলা তুলে নিতে বাদীকে হুমকি ও ভয়ভীতি প্রদান

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বাড়িতে হামলা, মারধর ও লুটপাটের মামলা তুলে নিতে বাদীকে নানাভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, উপজেলার কিসমত ঘোড়াগাছা গ্রামে গত ২৩ নভেম্বর রাত ৭টার দিকে একদল সন্ত্রাসী পূর্বশত্রুতা ও আর্থিক লেনদেনের কারণে বাদী মো. মিজানুর রহমান ও তার ভাইদের বাড়িতে একই গ্রামের নজির হোসেনের ছেলে বোরহান (৩০), মর্জেম হোসেনের ছেলে কনক (৩৩), আব্দুল গনির ছেলে রহিম (৩৫), শিমুল, মশিয়ার ও লিটনসহ অজ্ঞাত আরও ১০-১২ লোক হামলা করে এবং তাকে ও তার বড় ভাই ইদ্রীস আলীকে রড, লাঠিসোঁটা দিয়ে মারধর করে এবং তাদের বাড়ি ঘরে ঢুকে লুটপাট চালায়।

এ সময় মিজানুরের স্ত্রী শামীমা নাসরিন ঠেকাতে গেলে তাকেও ধাক্কাদিয়ে ফেলে গুরতর আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করে।

এ ঘটনার দুদিন পরে ২৫ নভেম্বর মিজানুর বাদী হয়ে হরিণাকুণ্ডু থানায় একটি এজাহার দাখিল করে। মামলাটি তুলে নিতে বাদী এবং তার ভাই শাহীন কবিরকে অব্যাহতভাবে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছে।

প্রাণের ভয়ে শাহীন কবির ২৩ নভেম্বরের পর থেকেই বাড়ি ছাড়া রয়েছে।

হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ রউফ খান জানান, বাড়িঘরে হামলা, মারধর ও লুটপাটের একটি মামলা হয়েছে, তবে বাদীকে মামলা তুলে নিতে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে কিনা সেটা আমার জানা নাই। লিখিতভাবে জানালে ব্যবস্থা নেব।

ইএইচ