সখীপুরে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৪, ০৫:৫৯ পিএম
সখীপুরে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

বিশ্ব ইজতেমা ময়দানে মুসল্লিদের উপর ভারতের সাদপন্থীদের নারকীয় হামলার প্রতিবাদে সচেতন তাওহিদি জনতার ব্যানারে টাঙ্গাইলের সখীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে পৌরশহরের তালতলা চত্বরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তালতলা চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য দেন- মুফতি শামছুল আলম, মাওলানা আব্দুল লতিফ, মুফতি ফজলুর রহমান, মাওলানা আব্দুর রহিম, মুফতি আসাদুজ্জামান তালুকদার, মুফতি মোস্তাক আহমেদ, আহমদ শফী তালুকদার, মোস্তফা কামাল প্রমুখ।

ইএইচ