কুড়িগ্রামে শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৪, ০৬:৩৩ পিএম
কুড়িগ্রামে শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ

শীতের তীব্রতায় দুর্ভোগে পড়েছে দেশের উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রাম। ঘন কুয়াশার সাথে তীব্র শীত বাড়ায় বিপাকে পড়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষজন।

সন্ধ্যার পর অনেকে খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণ চেষ্টা করছে।

শুক্রবার কুড়িগ্রাম কৃষি আবহাওয়া অফিসের তথ্যমতে সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।  

গত এক মাস ধরে এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও সন্ধ্যা হতেই ঘন কুয়ার সাথে বাড়ছে শীতের তীব্রতা।

এতে করে শীত কষ্টে ভুগছেন জেলার সাড়ে চার শতাধিক চরাঞ্চলের মানুষসহ দিনমজুর খেটে খাওয়া মানুষেরা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিশু ও বৃদ্ধরা।

এদিকে জেলার মানুষের শীত নিবারণের জন্য সরকারিভাবে ২৭ লাখ টাকা ও ১২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসন।

সদরের যাত্রাপুর ইউনিয়নের ঘোড়ার গাড়ি চালক নায়েব আলী বলেন, এতো ঠান্ডায় সকালে গাড়ি বের করা যায় না, হাত পা বরফ হয়ে যায়। আমাদের সাথে ঘোড়ারও ঠান্ডা লাগে।

কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেটের পার্শ্বে মিনি বাস ও নাইট কোচের লেবার শাহা আলম বলেন, আজকে যে ঠান্ডা লাগছে। মালামাল উঠানামা করতে অনেক কষ্ট ।তাই আগুনে হাত-পা গরম করছি।

কুড়িগ্রাম কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, এ সপ্তাহের মধ্যেই জেলার ওপর দিয়ে শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ইএইচ