রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে প্রাণ গেল শিশুর

কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৪, ০৭:০৭ পিএম
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে প্রাণ গেল শিশুর

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে খেলা করার সময় পাহাড় ধসে সৈয়দ উল্লাহ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু।

শুক্রবার দুপুর ১২টার দিকে উখিয়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু সৈয়দ উল্লাহ উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক- এফ/১৬ এর ইমান হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, ‘উখিয়ার জামতলী ১৪ নম্বর এর ডি/৩ রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ের সীমানায় কয়েকজন শিশু খেলা করছিল। এ সময় হঠাৎ পাহাড় ধসে মাটিচাপা পড়ে ৩ শিশু। তাৎক্ষণিক আশপাশের রোহিঙ্গারা তাদের উদ্ধার করে স্থানীয় এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক সৈয়দ উল্লাহকে মৃত ঘোষণা করেন’।

তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে নিহত রোহিঙ্গা শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই ঘটনায় আহত দুই শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ইএইচ