পটুয়াখালীর দুমকিতে পাংগাসিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে দাওয়াতি সপ্তাহ উপলক্ষ্যে মাও. ফারুক হোসেন এর সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় পাংগাশিয়া মডেল নুরানী মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত দাওয়াতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মুহম্মদ শাহ্আলম বরিশাল অঞ্চল টিম সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন— অধ্যাপক শহীদুল ইসলাম আল কায়সারী, সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখা। মুহাম্মদ আব্দুল্লাহ আল নাহিয়ান চেয়ারম্যান, পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন। মোঃ আব্দুর রাজ্জাক সিনিয়র অফিসার ইসলাম ব্যাংক হসপিটাল বরিশাল। মাও. জালাল আহম্মেদ আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, দুমকি উপজেলা শাখা। মাওলানা মোঃ আলতাফ হোসেন জেলা মজলিসে শূরার সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী, মো. দেলোয়ার হোসেন সাঈদী জামাতে ইসলামী ওলামা বিভাগের পাঙ্গাশিয়া ইউনিয়নের সভাপতি।
এছাড়া পাংগাশিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড এর তিন শতাধিক নেতা কর্মী সমার্থক উপস্থিত ছিলেন।
বিআরইউ