নাটোরে কেন্দ্রীয় মহাশ্মশান থেকে হাত-পা বাঁধা অবস্থায় তরুণ দাস নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ সময় মন্দিরের ভেতর থেকে দানবাক্সসহ পুরোনো কাঁসা-পিতলের মালামাল লুটের ঘটনাও ঘটেছে।
শনিবার সকালে নাটোর শহরের বড়হরিশপুর এলাকায় কাশিমপুর মহাশ্মশান থেকে তরুণ দাসের লাশ উদ্ধার করা হয়।
নিহত তরুণ দাস শহরের আলাইপুর এলাকার কালী চন্দ্র দাসের ছেলে।
বড়হরিশপুর মহাশ্মশানের সহ-সভাপতি সুবল কুমার দাস জানান, সকাল সাড়ে ৯টার দিকে মন্দিরের গার্ড শ্মশানের ভেতরে প্রবেশ করলে হাত-পা বাঁধা অবস্থায় তরুণ দাসের লাশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি তিনি শ্মশান কর্তৃপক্ষকে জানালে তারা ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
তিনি বলেন দুর্বৃত্তরা মন্দিরের ভেতরের তালা ভেঙে দানবাক্সসহ পুরোনো কাঁসা-পিতলের মালামাল লুট করে নিয়ে গেছে।
নিহত তরুণ দাস ৩-৪ বছর ধরে রাতে শ্মশানে থাকতেন বলে জানান তিনি।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জড়িতরা মন্দিরের ভিতরে চুরি করার সময় হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।
ইএইচ