রাজারহাট পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ০৪:৩৩ পিএম
রাজারহাট পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮

কুড়িগ্রামের রাজারহাটে আদালতের ওয়ারেন্টভুক্ত ৮ আসামিকে শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে রাজারহাট থানা পুলিশ।

শনিবার আদালতের মাধ্যমে গ্রেপ্তার আসামিদের কুড়িগ্রাম জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থানায় পৌঁছালে শুক্রবার গভীর রাতে আমার নেতৃত্বে থানার কয়েকজন অফিসার ও তাদের সঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার সকালে গ্রেপ্তারদের কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ