পাকুন্দিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য মতিউর রহমান মেম্বারের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা চরপলাশ উচ্চ বিদ্যালয়ের মাঠে সুখিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মরহুম মতিউর রহমানের মেম্বার রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোকাররম হোসেন, বিএনপির নেতা মনিরুল ইসলাম শামীম, আল আমিন, রমজানা আলী মাস্টার ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা ইউনিয়ন কমিটি নেতৃবৃন্দ।
ইএইচ