দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে জেলা প্রশাসকের অর্থ সহায়তা

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ০৬:০৯ পিএম
দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে জেলা প্রশাসকের অর্থ সহায়তা

টাঙ্গাইলের দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় নিহত প্রশান্ত ঘোষের পরিবারকে টাঙ্গাইল জেলা প্রশাসক শরিফা হক অর্থ সহায়তা দিয়েছেন।

সহায়তার নগদ ৫০ হাজার টাকা জেলা প্রশাসকের নির্দেশনায় দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ নিহতের বাড়ি গিয়ে তার মায়ের নিকট হস্তান্তর করেছেন।

এ সময় পাথরাইল ইউপি চেয়ারম্যান রাম প্রসাদ সরকার উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার রাতে উপজেলার দেলদুয়ার-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের পাথরাইল এলাকায় একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রশান্ত ঘোষ নিহত হন। এ সময় তার পিতা ধনুঞ্জয় ঘোষ গুরুতর আহত হন।

ইএইচ