দুর্গাপুরে পান বরজে গাঁজা চাষ: কারবারি গ্রেপ্তার

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ০৬:৫৫ পিএম
দুর্গাপুরে পান বরজে গাঁজা চাষ: কারবারি গ্রেপ্তার

নিজের পান বরজের ভেতর গাঁজার গাছ রোপণ করেছিলেন নিজামুদ্দিন (৬৫) নামে এক কারবারি।

মাসখানেকের মধ্যে পরিপক্ব হতো তার রোপণ করা গাছের গাঁজাগুলো। তবে পুলিশ সফল হতে দেয়নি তাকে।

শেষ পর্যন্ত পুলিশের চোখ এড়িয়ে যেতে পারেনি। ধরা খেল শেষ রক্ষা হলো না তার।

শুক্রবার রাতে অনেক বড় আকারের ১৫ কেজি ওজনের একটি গাঁজা গাছসহ নিজামুদ্দিনকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ। তার বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার শাহাবাজপুর গ্রামে।

পুলিশ জানায়, নিজ পান বরজে গাঁজার গাছ রোপণ করেন নিজামুদ্দিন। গাঁজার গাছটি পরিপক্কের পূর্ব মুহূর্তে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। অভিযানে গাঁজা গাছসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার নামে একাধিক মাদক মামলা চলমান আছে।

দুর্গাপুর অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা বলেন, গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে মাদককারবারি নিজামুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।

ইএইচ