মির্জাপুরে রাতের আঁধারে দুই কৃষকের ৬ গরু চুরি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ০৮:০৬ পিএম
মির্জাপুরে রাতের আঁধারে দুই কৃষকের ৬ গরু চুরি

টাঙ্গাইলের মির্জাপুরে দুদিনে দুই কৃষকের ৬ গরু চুরি হয়েছে। উপজেলার মহেড়া ইউনিয়নের দেওভোগ এবং আনাইতরা ইউনিয়নের আটঘড়ি গ্রামে বৃহস্পতিবার ও শুক্রবার রাতে এই চুরির ঘটনা ঘটে।

এতে করে কৃষক ও খামারিরা আতঙ্কে রয়েছেন।

আটঘড়ি গ্রামের কৃষক রবীন্দ্র সরকার জানান, শুক্রবার সন্ধ্যায় তিনি তার দুইটি গাভি ও দুইটি বাছুরকে খাবার খাইয়ে রাতে গোয়ালে রাখেন। শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখেন তার গোয়ালের দরজা ভেঙে সব গরু চুরি হয়ে গেছে। ৩ লাখ টাকা মূল্যের চারটি গরু চুরি হওয়ায় কৃষক রবীন্দ্র সরকার এখন সর্বস্বান্ত হয়ে পরেছেন বলে প্রতিবেশী পরিতোষ রায় জানিয়েছেন।

গরু চুরির ঘটনায় রবীন্দ্র সরকার শনিবার মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অপরদিকে বৃহস্পতিবার রাতে একই কায়দায় গোয়ালের দরজার তালা ভেঙে দেওভোগ গ্রামের আজাহার মোল্লার ২ লাখ টাকা মূল্যের ২টি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, গরু চুরির বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ