মোহতামিমের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

একনায়কতান্ত্রিকভাবে মাদরাসা পরিচালনার প্রতিবাদ

আল-আমিন, নীলফামারী প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪, ০৩:৫৬ পিএম
একনায়কতান্ত্রিকভাবে মাদরাসা পরিচালনার প্রতিবাদ

নীলফামারীর টেক্সটাইলের আল-জামেয়াতুল ইসলামীয়া দারুল উলুম কওমি মাদরাসা একনায়কতান্ত্রিকভাবে পরিচালনার প্রতিবাদে ও প্রতিষ্ঠাতা মোহতামিম মাওলানা আমিনুল্লাহকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের টেক্সটাইল বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয়রা।

এতে বক্তব্য দেন- স্থানীয় বাসিন্দা মো. হালিম খান, সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান মোল্লা, শহিদুল ইসলাম, আমিন ইসলাম, জামান উদ্দিন, রিফাত ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ৪২ বছর ধরে  সুনামের সঙ্গে মাদরাসা পরিচালনা করে আসছেন প্রতিষ্ঠা মোহতামিম মাওলানা আমিনুল্লাহ। কিন্তু চলমান পরিচালনা কমিটির সিদ্ধান্ত ছাড়াই নিয়ম বহির্ভূতভাবে নতুন কমিটি গঠন করেন।

কমিটি গঠন করে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাদরাসাটিকে একনায়কতান্ত্রিকভাবে পরিচালনা করছেন। পরিকল্পিতভাবে প্রতিষ্ঠাতা মোহতামিমকে অবরুদ্ধ করে জোরপূর্বক পদত্যাগ করানো হয়। যার ফলে মাদরাসার দাওরা হাদিস ক্লাস বন্ধ রয়েছে এবং কিছু শিক্ষার্থীকে অবৈধভাবে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে।

অনতিবিলম্বে মাদরাসাটিকে একনায়কতন্ত্র অবস্থা থেকে বের করে ও প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় প্রতিষ্ঠাতা মোহতামিমকে পুনর্বহালের দাবি জানান তারা।

মানববন্ধনে স্থানীয় জাহিদুল ইসলাম, ছগির আলম, মামুন বসুনিয়া, গোলাম রব্বানীসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

ইএইচ