পাবনায় শিক্ষক-শিক্ষিকাদের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

পাবনা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪, ০৪:২০ পিএম
পাবনায় শিক্ষক-শিক্ষিকাদের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

বিধিবহির্ভূতভাবে পাবনা সদর উপজেলায় বহিরাগত শিক্ষক বদলির আদেশ বাতিল ও ১০ শতাংশ কোটা সংরক্ষণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক-শিক্ষিকারা।

রোববার সকাল ৯টায় পাবনা সদর উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন এবং জেলা সদরের সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- কুলুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলাউদ্দিন পরাগ, শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাঈদ-উল-ইসলাম, বালিয়া হালট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নার্গিস খন্দকার, সহকারী শিক্ষক কে এম মুক্তাদির, জে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাছির উদ্দিন, ছাতিয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরামুল করিম মামুন, বালিয়া হালট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইজিবর রহমান, শিক্ষক আলাউদ্দিন, মাসুদ রানা, পাবিপ্রবি ছাত্র সমন্বয়ক জীবন মাহমুদসহ অনেকে।

মানববন্ধন শেষে সদর উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ, পাবনার সচেতন মহল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উপস্থিত ছিলেন।

ইএইচ