সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে বরিশালে বিক্ষোভ

বরিশাল ব্যুরো প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪, ০৪:৪৪ পিএম
সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে বরিশালে বিক্ষোভ

টঙ্গীর ইজতেমা ময়দানে গভীর রাতে বর্বরোচিত হামলা ও হত্যার প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তিসহ সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা সাড় ১১টায় নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে বরিশালের সর্বস্তরের ওলামায়ে কেরাম এবং তৌহিদী জনতার ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, তাবলীগ জামাত বিশ্বব্যাপী দ্বিনের বাণী প্রচারে নিবেদিত প্রাণ এক বরকতময় জামাত। বিশ্ববিখ্যাত দারুল উলুম দেওবন্দ মাদরাসার সূর্যসন্তান হজরত মাওলানা ইলিয়াস (রহ) এ মেহনত শুরু করেন।

এরপর ধারাবাহিকভাবে উপ-মহাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এ জামাতের কার্যক্রম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

বর্তমানে আলমী শুরা (বিশ্ব পরামর্শ কমিটি) আলেমদের মাধ্যমে সারা বিশ্বে এবং বাংলাদেশে এ মেহনত সূচারুরূপে পরিচালিত হচ্ছে।

বক্তারা আরও বলেন, আসন্ন ইজতেমার প্রস্তুতির জন্য সরকারের অনুমোদনক্রমে সহস্রাধিক তাবলিগের সাথি ও উলামায়ে কেরাম ইজতেমার মাঠ প্রস্তুতের কাজ করছিলেন।

কিন্তু গত ১৭ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে তিনটার সময়, ইজতেমা মাঠে অবস্থানরত তাবলিগের সাধারণ সাথি ও আলেম উলামাদের উপর রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় অতর্কিত হামলা করে সন্ত্রাসী সাদপন্থীরা।

তারা হিংস্র হায়েনার মত ঝাপিয়ে পড়ে সারাদিনের পরিশ্রমে ক্লান্ত পরিশ্রান্ত সাথীদের উপর। ৪ জন সাথীকে নির্মমভাবে হত্যা করে ও অসংখ্য সাথীকে মারাত্মকভাবে আহত করে।

সমাবেশে উপস্থিত ছিলেন- জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মোহতামিম হজরত মাওলানা ওবাইদুর রহমান মাহবুবসহ বিভিন্ন মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও মসজিদের ইমামসহ ওলামায়ে কেরামরা।

পরে সেখানে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন ওলামায়ে কেরামরা

ইএইচ