বামনায় অসচ্ছল পরিবারকে স্বাবলম্বী করতে অটোরিকশা বিতরণ

বামনা (বরগুনা) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪, ০৫:৩৫ পিএম
বামনায় অসচ্ছল পরিবারকে স্বাবলম্বী করতে অটোরিকশা বিতরণ

বরগুনার বামনায় অসহায় দরিদ্র ও অসচ্ছল পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে নূরুল ইসলাম মনি ফাউন্ডেশনের উদ্যোগে স্বাবলম্বী প্রকল্পের আওতায় ২০ জন রিকশা চালকের মাঝে বিনামূল্যে অটোরিকশা বিতরণ করা হয়েছে।

রোববার সকালে সরকারি সারওয়ার জান পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ অটোরিকশা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডৌয়াতলা ওয়াজেদ আলীখান ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির সভাপতি ও বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব রুহুল আমিন।

উপস্থিত ছিলেন, বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী আবুল কালাম আজাদ রানা, আহ্বায়ক কমিটির সদস্য মো. সালাউদ্দিন হাওলাদার, বামনা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক রিয়াদুল কাদের, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. দিপু শিকদার, যুগ্ম আহ্বায়ক রায়হান নাজীর ধলু, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শিমূলসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ইএইচ