নেশার টাকা না দেয়ায় মাদকাসক্ত পুত্রের হাতে পিতা খুন

সোনারগাঁও প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪, ০৫:৫২ পিএম
নেশার টাকা না দেয়ায় মাদকাসক্ত পুত্রের হাতে পিতা খুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুত্রকে মাদক সেবনের টাকা না দেয়ায় পুত্রের ছুরিকাঘাতে খুন হয়েছেন পিতা শফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি।

রোববার দুপুর ২টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত শফিকুল ইসলাম উপজেলার গোবিন্দপুর এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। অভিযুক্ত ছেলে হলেন রিফাত (১৮)।

নিহতের ভাতিজা ইয়ামিন সুজন বলেন, আমার চাচাতো ভাই রিফাত (১৮) মাদকাসক্ত। প্রায় সময়ই মাদক কেনার টাকার জন্য বাড়িতে ঝগড়া করতো। দুপুরে মাদকের টাকার জন্য তার বাবার সাথে ঝগড়ার একপর্যায়ে ছুরি দিয়ে পেটে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত রাশেদুল হাসান খাঁন জানান, ‘ছেলের হাতে বাবার খুনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলমান রয়েছে।’

ইএইচ