পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি আমিন, সম্পাদক সেলিম

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৪, ০৭:১৪ পিএম
পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি আমিন, সম্পাদক সেলিম

বরগুনার পাথরঘাটার ঐতিহ্যবাহী পাথরঘাটা প্রেসক্লাবে ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে প্রথম আলোর পাথরঘাটা প্রতিনিধি আমিন সোহেল ও সাধারণ সম্পাদক যায়যায়দিনের পাথরঘাটা প্রতিনিধি মুহম্মদ নজমুল হক সেলিম।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আজকের পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি তারিকুল ইসলাম কাজী রাকিব।

পূর্ব তফসিল অনুযায়ী রোববার দুপুর আড়াইটায় তিনজন নির্বাচন কর্মকর্তার অধীনে ভোটগ্রহণ শুরু হয়।

বিকাল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এতে পাথরঘাটা প্রেসক্লাবের মোট ১৬ জন সদস্য ভোটার ছিলেন।

এতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে- জনকণ্ঠের পাথরঘাটা প্রতিনিধি বিনয় ভূষণ কর্মকার খোকন, অর্থ সম্পাদক মানবকণ্ঠের পাথরঘাটা প্রতিনিধি মাহমুদুর রহমান রনি, তথ্য ও গবেষণা সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের পাথরঘাটা প্রতিনিধি শফিকুল ইসলাম খোকন।

পাথরঘাটা উপজেলা সমবায় কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এফ এম জাফর সাদিক নির্বাচনি ফলাফল ঘোষণা করে।

এ সময় পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

ইএইচ