এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যান-প্রাইভেটকার সংঘর্ষ: নিহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৪, ১০:৫৪ এএম
এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যান-প্রাইভেটকার সংঘর্ষ: নিহত ১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজার অদূরে কাভার্ডভ্যান ও প্রাইভেটকারের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

সোমবার ভোরে মুন্সীগঞ্জের সিরাজদিখানে পিকআপ-প্রাইভেটকার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

হাঁসাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন, সোমবার ভোরে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ঘন কুয়াশায় কারণে পণ্যবাহী কাভার্ডভ্যানটি প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় প্রাইভেটকার আরোহী ওই নারী নিহত হন। প্রাইভেটকারটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ইএইচ