নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে আদালতে মায়ের মামলা

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৪, ০১:৫৫ পিএম
নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে আদালতে মায়ের মামলা

কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের বুড়িরচর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে আবু তাহের নামের এক নেশাগ্রস্ত ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে তার বিরুদ্ধে মা কিশোরগঞ্জ আদালতে মামলা দায়ের করেছেন।

রোববার তার মা হাদিছা বেগম বাদী হয়ে আবু তাহেরকে আসামি করে কিশোরগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলামের আদালতে একটি মামলা দায়ের করেন।

এ বিষয় তার মা হাদিছা বেগম বলেন, আমার ছেলে আবু তাহের নেশা করার জন্য বিভিন্ন বাড়িতে চুরি করে। চুরির দায়ে সে জেলও খেটেছে। নেশা করার জন্য সে আমার কাছে পাঁচ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় সে আমার ঘরে ঢুকে আমার জিনিসপত্র ভাঙচুর করে এবং এই নেশার টাকার জন্য আমাকে প্রায় সময়ই মারধর করে।

এ ব্যাপারে আবু তাহেরের ভাই হারুন অর-রশীদ ও আবুল কালাম জানান, আমরা সাত ভাই। নেশার টাকার জন্য আমার ভাই আবু তাহের এলাকায় চুরি করে বেড়ায়। এ ব্যাপারে তাকে নিয়ে অনেক দরবারও করেছি। এলাকায় চুরির ব্যাপারে সে জেলও খেটেছে। কোনভাবেই তাকে কন্ট্রোল করতে পারি না। আমার মাকেও অনেক সময় নেশার টাকার জন্য মারধর করে। আমরা প্রশাসনের কাছে এর প্রতিকার দাবি করি।

ইএইচ