মধুপুরে বড়দিন উপলক্ষ্যে ৮৬টি গির্জায় চালের ডিও বিতরণ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪, ১২:১১ এএম
মধুপুরে বড়দিন উপলক্ষ্যে ৮৬টি গির্জায় চালের ডিও বিতরণ

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন উপলক্ষ্যে টাঙ্গাইলের মধুপুরে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের উপাসনালয় ৮৬টি গির্জায় ৫০০ কেজি করে চাল অনুদানের ডিও বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে মধুপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ত্রাণ হিসেবে দেয়া এই চালের ডিও বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- মধুপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এম রতন হায়দার, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জন জেত্রাসহ আদিবাসী ও বিএনপির নেতাকর্মীরা।

উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন আদিবাসী নেতাদের উদ্দেশ্যে বলেন, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দেয়া আপনাদের এই উপহার। যা সুষ্ঠুভাবে ব্যয় করবেন। উৎসব পালনে যেকোনো সমস্যার সম্মুখীন হলে প্রশাসনের সহযোগিতা গ্রহণের আহ্বান জানান তিনি।

ইএইচ