তাহিরপুরে সড়কের বেহাল দশা, প্রাণ হাতেই চলছে যাতায়াত

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪, ০৩:৩৭ পিএম
তাহিরপুরে সড়কের বেহাল দশা, প্রাণ হাতেই চলছে যাতায়াত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ভাঙাচুরা সড়ক মানুষের চরম কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় সড়কের প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়েই সৃষ্টি হয়েছে খানাখন্দ। প্রতিবছর এ ইউনিয়নের ৩টি শুল্কবন্দর সহ বিভিন্ন খাত থেকে সরকারি কোষাগারে মোটা অঙ্কের রাজস্ব জমা পড়ে। অথচ, রাজস্ব খাতে অনন্য অবদান থাকলেও এ ইউনিয়ন পরিষদ ভবনে যাতায়াতের একমাত্র সড়কপথের এই রুগ্নদশা দীর্ঘ বছর ধরে।

শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি একাধিক দপ্তরে এ পথেই যাতায়াত করেন শিক্ষার্থীসহ এলাকাবাসী। এছাড়া এ পথ দিয়ে যেতে হয় উপজেলা সদরে। এ ইউনিয়নের সড়কপথটি সংস্কার না হওয়ায় প্রতিদিন দুর্ঘটনায় পড়ছেন পথচারীগণ সরেজমিন গিয়ে এমন চিত্র পরিলক্ষিত হয়েছে। এখানেই শেষ নয়, যান চলাচল ও পণ্য পরিবহণ তো দূরের কথা, পায়ে হেঁটে যাওয়াই এখন কষ্টসাধ্য হয়ে পড়েছে। নিরুপায় হয়ে ভিতরে চাপা ক্ষোভ নিয়ে এ সড়কপথে চলাচল করছেন এ জনপদের বাসিন্দাগণ। ইউনিয়নের গুরুত্বপূর্ণ এ সড়কটি যেন মরণফাঁদ।

জানা গেছে, এলাকাবাসীর দাবির মুখে জনপ্রতিনিধিগণ বারবার প্রতিশ্রুতি দিলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এ সড়কপথে।

ইউনিয়নের বেতাগড়া গ্রামের বাসিন্দা শামীম উসমান বলেন, দীর্ঘদিন ধরে সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে সড়কটি। এ সড়কে গাড়ি উলটে ঘটে দুর্ঘটনা। রোগী নিয়ে যেতে ভীষণ কষ্ট হয়।

গ্রামের বাসিন্দা তামিম তালুকদার জানান, এ সড়কপথে প্রতিদিন সহস্রাধিক মানুষ যাতায়াত করেন উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে। আমরা শুধু প্রতিশ্রুতি পাই। রাস্তার উন্নয়নে কোনো জনপ্রতিনিধি এগিয়ে আসেনি। মোটরসাইকেল চালক জুয়েল বলেন, ভাঙাচুরা সড়কে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এ সড়ক এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে।

তাহিরপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. জাহিদুল ইসলাম বলেন, এ সড়কটি দ্রুত সংস্কার করা হবে।

বিআরইউ