বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি ‘সেলিম আতঙ্ক’, শঙ্কায় ভুক্তভোগীরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪, ০৫:৩৯ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি ‘সেলিম আতঙ্ক’, শঙ্কায় ভুক্তভোগীরা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যাসহ একাধিক মামলার আসামি সেলিম বাহিনীর প্রধান আশরাফুল ইসলাম সেলিম সেলিম গ্রেপ্তার না হয়ে দিব্যি ঘুরে বেড়ানোয় জীবন শঙ্কায় আতঙ্কে দিনপাত করছে ভুক্তভোগীরা।

তথ্য সূত্রে জানা যায়,ফ্যাসিস্ট সরকারের অন্যতম সহযোগী ডিবি হারুনের ক্যাশিয়ার ও বিগত কয়েকদিন পূর্বে সরকারি চাকরির বিধি লঙ্ঘন সহ একাধিক অভিযোগে অভিযুক্ত হয়ে সাময়িক বরখাস্ত হওয়া লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা শাখার উপ পুলিশ পরিদর্শক  আশরাফুল ইসলাম সেলিম তার নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের নারুই গ্রামে অপরাধ কর্মকাণ্ড সংঘটিত করতে গড়ে তুলেছে  সেলিম বাহিনী, তার প্রত্যক্ষ এবং পরোক্ষ  মদদে এই বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ  স্থানীয় বাসিন্দারা। মাদক, জুয়া, ঘুষ, চাঁদাবাজি, চুরি ছিনতাই, হত্যার মত জঘন্য অপরাধের সাথেও জড়িত সে ও তার বাহিনী।

এতে অতিষ্ঠ হয়ে  নিরীহ ভুক্তভোগীরা তার নামে মানহানি ধারা ৫০০/৫০০১ সি আর মামলা ১৪৮/২০২৪  ব্রাহ্মণবাড়িয়া, সাইবার নিরাপত্তা ধারা ২০২৩ সালের ২৫/২৬/২৯/৩১/৩৩ সাইবার  পিটিশন মামলা ১৪৫/২০২৪ চট্টগ্রাম, চাঁদাবাজি ধারা ১৪৩/৩৮৫/৫০৬(২)/১১৪/৩৪ সি আর মামলা ৮২৭/২০২৪ ব্রাহ্মণবাড়িয়া, নারী ও শিশু নির্যাতন    দমন ধারা মামলা ৮৫২/২০১৭ চকরিয়া কক্সবাজার, হত্যা ধারা ১৪৭/৪৪৭/৩০২/১০৯/১১৪/৩৪ মামলা ৪৫(৯) তাং ১৩/৯/২০২৪ যাত্রাবাড়ি ঢাকা, অপর আরেকটি মামলা একই থানা একই ধারায় মামলা নং ৩০ তাং ১৩/১২/২০২৪,এবং  অপর আরেকটি  হত্যা ধারা  ৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/১০৯/৩৪ মামলা ২৯ তাং ২৯/০৯/২০২৪ বাড্ডা থানা, ঢাকায় করে ।

এছাড়াও মহা পুলিশ পরিদর্শক, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার বরাবর  একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এতগুলো মামলার আসামি ও অভিযোগ থাকা সত্ত্বেও  সে বহাল তবিয়তে লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা শাখায় থেকে নিজেও তার বাহিনীর আরকান, বোরহান, সাইফুল,বোরহান উদ্দিন, মেহেদী হাসান, আমির হোসেন, মনির, মলাই, নজরুল, কাইয়ূম গংদের দিয়ে ভুক্তভোগীদের প্রাণনাশের  হুমকি ধামকি দিয়ে যাচ্ছে প্রকাশ্যে।

উল্লেখ্য, তার বাহিনীর  সদস্যদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা থাকায় এবং এলাকায় ত্রাস সৃষ্টি করায় ভুক্তভোগীদের অভিযোগের (স্মারক নং২৮৪১/২য় ২২/০৯/২৪ইং) এর প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার বরাবর গত ৩ ডিসেম্বর ৭২২২ স্মারকে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন নবীনগর থানা এস আই শাহ আলম।

এবিষয়ে সজিব,জাকির হোসেন,তাজুল ইসলাম,আবু হানিফ সহ একাধিক ভুক্তভোগী জানান, সেলিম ও তার বাহিনী অত্যাচারে আমরা অতিষ্ঠ, সে তার বাহিনী দিয়ে মাদক বিক্রি করে যুব সমাজকে ধ্বংস করেছে,সে  বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের সময় প্রকাশ্যে হত্যা করা সহ একাধিক মামলার আসামি হওয়ার পরও বর্তমান সরকারের প্রশাসন কেন তাকে গ্রেফতার করছে না আমরা বুজতে পাচ্ছি না?এমন ভয়ংকর সন্ত্রাসী বাহিরে থাকলে আমাদের যেকোনো সময় হত্যা করতে পারে,সরকারের নিকট আকুল আবেদন জানাই তাকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে আমাদের নির্ভয়ে জীবন যাপনের সুযোগ করে দেয়ার জন্য।

এ সকল বিষয়ে সেলিম বাহিনীর প্রধান এস আই আশরাফুল ইসলাম সেলিমের মুঠোফোনে না পেয়ে তাকে সরজমিনে জিজ্ঞাসা করা হলে সে বক্তব্য দিতে অস্বীকৃতি জানায়।

আশরাফুল ইসলাম সেলিমের বিরুদ্ধে কবে এবং কি ধরনের ব্যবস্থা নেয়া হবে জানতে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আকতার হোসেনকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান,বিষয়গুলো পর্যালোচনা করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিআরইউ