খ্রিস্টান ধর্মাবলম্বীদের সেনাবাহিনীর কেক-মানবিক সহায়তা প্রদান

থানচি (বান্দরবান) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪, ০৩:৩৫ পিএম
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সেনাবাহিনীর কেক-মানবিক সহায়তা প্রদান

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন উপলক্ষ্যে বান্দরবানের রুমা ও থানচি উপজেলা সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় খ্রিষ্ট ধর্মাবলম্বীদের কেক এবং মানবিক সহায়তা বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার সকালে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাই পাড়া সাবজোনের প্রাতাপাড়া, বাশিরামপাড়া, সিমত্লামপিপাড়া, শেরকরপাড়া ও জারুলছরিপাড়ায় বড়দিন উৎসব উপলক্ষ্যে ক্রিসমাস কেক, গির্জার জন্য সোলার সিস্টেম, ৩২ ইঞ্চি টিভি, সাউন্ড স্পিকার ও স্কুলের শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়।

দি ম্যাজেস্টিক টাইগার্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরদার জুলকার নাইন বিএসপি পিএসসি স্বয়ং উপস্থিত হয়ে বিভিন্ন পাড়াতে উপহারসামগ্রী বিতরণ করেন।

এ সময় ব্যাটালিয়নের উপাধিনায়ক ও সেনা সাব জোন কমান্ডার ছাড়াও সামরিক বেসামরিক বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বড়দিনের কেক ও অনুদান পেয়ে এলাকার কমিউনিটি চার্চের ধর্মগুরু, পাড়ার কারবারিগণ এবং পাড়াবাসী সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, এটি আমাদের ধর্মীয় বড় উৎসব। সেনাবাহিনী আমাদের যে সেবা ও সহযোগিতা করছে তা দিয়ে আমরা পাড়াবাসী, পরিবার-পরিজন ও আত্মীয় স্বজন নিয়ে উৎসবমুখর পরিবেশে উৎসব পালন করবো। আমরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

ইএইচ