চুয়াডাঙ্গায় সার ডিলারদের সঙ্গে মতবিনিময় করবে কৃষি অফিস

চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪, ০৪:২২ পিএম
চুয়াডাঙ্গায় সার ডিলারদের সঙ্গে মতবিনিময় করবে কৃষি অফিস

চুয়াডাঙ্গায় সুষ্ঠু ও সুন্দরভাবে সার বিতরণ নিশ্চিত করতে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে বৃহস্পতিবার দুপুর দেড়টায় মতবিনিময় করবে জেলা কৃষি অফিস।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাসুদুর রহমান সরকারের স্বাক্ষরিত পত্রে সভার বিষয়ে জানানো হয়।

সভায় নির্ধারিত তারিখ, সময় ও স্থানে সংশ্লিষ্ট সকল ডিলারদের উপস্থিতি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

এছাড়া, চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা এবং জীবননগর উপজেলার কৃষি অফিসারদের নিজ নিজ উপজেলার ডিলারদের উপস্থিতি নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

এই সভা সারের সুষ্ঠু বিতরণ ব্যবস্থাপনা এবং কৃষকদের সার প্রাপ্তি নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, আগামীকাল (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

ইএইচ