জনগণ যেমন বাংলাদেশ চায় সে রকম একটি দেশ করে দিতে চাই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
বুধবার বিকালে নীলফামারীর জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, অন্তবর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে সংস্কার। দীর্ঘ ফ্যাসিবাদের সময় বাংলাদেশে প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। সংস্কার কার্যক্রমের মাধ্যমে যদি পুনঃগঠন না করা হয় তাহলে ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে কখনও বের হতে পারব না। তাই আমরা এইসব সংস্কারের কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, আমি দেখেছি উন্নয়ন কার্যক্রমে বরাদ্দের ক্ষেত্রে এলাকা ভিত্তিক বৈষম্য হয়ে থাকে। এখন থেকে এলাকাভিত্তিক কোন বৈষম্য থাকবে না। যে অঞ্চলগুলো বরাদ্দের ক্ষেত্রে বেশি বৈষম্যের শিকার হয়েছে। সেগুলোর ক্ষেত্রে আমরা পুনর্বণ্টন করছি। উন্নয়ন যে সুসমভাবে ছড়িয়ে দেয়া যায় সে লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকালে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইমরুল মোজাক্কিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান, সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন, জেলা প্রশাসক নাইরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা কামাল, কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য আবু সাইদ লিয়ন, থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম মন্ডল, জামায়াতের রংপুর বিভাগের মহানগর কমিটির সেক্রেটারি ওবায়দুল্লাহ সালাফি, উপজেলা জামায়াতের আমির মোখলেছার রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম ও উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে জলঢাকা উপজেলার প্রায় চার শতাধিক দুস্থ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এর আগে দুপুর ২টা ৩০ মিনিটে হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁও থেকে জলঢাকা স্টেডিয়াম অবতরণ করেন উপদেষ্টা আসিফ মাহবুব সজীব ভূঁইয়া।
ইএইচ