রাঙামাটির নানিয়ারচর সেনা জোনের (১৭ ইষ্ট বেঙ্গল) আওতাধীন ৫টি গির্জায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপন উপলক্ষ্যে শুভেচ্ছা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বেতছড়ি এলাকার বেতছড়ি নতুন পাড়া ব্যাপিষ্ঠ চার্চ গির্জা, বেতছড়ি রিঝিভিল পাড়া ব্যাপিষ্ঠ চার্চ গির্জা, নিম্ন বেতছড়ি পুরাতন পাড়া ব্যাপিষ্ঠ চার্চ গির্জা, সৈয়ন্দর পাড়া ব্যাপিষ্ঠ চার্চ গির্জা ও ফিলা ডেলফিয়া ব্যাপিষ্ঠ চার্চ গির্জা।
এই শুভেচ্ছা সামগ্রী প্রদানকালে ত্রিপুরাছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লে. এস এম রাফসান জানী এবং ঘিলাছড়ি ক্যাম্পের প্রতিনিধি হিসেবে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. নায়েব আলী উপস্থিত ছিলেন।
এছাড়াও নানিয়ারচর থানার অফিসার্স ইনচার্জ মো. নাজির আলমসহ থানা পুলিশ সদস্যদের উপস্থিতি প্রশংসনীয় ভূমিকা দেখা গেছে।
অন্যদিকে নানিয়ারচর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ সাদী (পিএসসি) জানান, আমার নানিয়ারচর এলাকার মানুষ আমাদের নিঃস্বার্থ সহযোগিতায় অত্যন্ত আনন্দিত হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন কর্তৃক অত্র এলাকার জনসাধারণের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
ইএইচ