সাভারে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার মামলায় ছাত্রলীগ নেতা আতিকের সহযোগী জহিরুল ইসলাম পান্না (৪৬) কে গ্রেপ্তার করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তার জহিরুল ইসলাম পান্নাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের হাবীব হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ছাত্র জনতার আন্দোলনে তিনি আতিকের সহযোগী হিসেবে সরাসরি গণহত্যায় অংশ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার জহিরুল ইসলাম পান্না বরিশাল জেলার কোতোয়ালি থানার চরপাওলিয়া গ্রামের মো. আব্দুল লতিফ খানের ছেলে। তিনি আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকায় বাড়ি নির্মাণ করে আতিকের সহযোগী হিসাবে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন।
পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ গ্রহণকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় শতাধিক আন্দোলনকারী নিহত হন। তাদের পরিবারের দায়ের করা হত্যা মামলার তিনি এজাহারভুক্ত আসামি। পরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, জহিরুল ইসলাম পান্নাকে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।
এব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানায় হস্তান্তর করে। আজ তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
বিআরইউ