কেন্দ্রীয় কৃষক দল নেতা মামুনের স্ত্রীর দাফন সম্পন্ন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪, ০৮:৩৪ পিএম
কেন্দ্রীয় কৃষক দল নেতা মামুনের স্ত্রীর দাফন সম্পন্ন

কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষক দলের উপ-কমিটির যুগ্ম আহ্বায়ক ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন সাহারপাড় গ্রামের কেএম মামুনুর অর রশিদের সহধর্মিণী মোছা. নাছিমা বেগম মারা গেছেন।

বুধবার ভোর ৪টায় ঢাকার বারডেম হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। স্বামী, ১ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিন বাদ আছর সাহারপাড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে সাহারপাড় কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

মরহুমার নামাজে জানাজায় হাজারো মানুষের ঢল নামে।

জানাজায় কেন্দ্রীয় বিএনপি, জেলা বিএনপি, উপজেলা বিএনপি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, সাংবাদিক, পেশাজীবী সংগঠন ও বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে কেন্দ্রীয় কৃষকদল নেতা কেএম মামুনুর অর রশিদের স্ত্রী নাছিমা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

ইএইচ