জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিভিন্ন দপ্তরে কর্মরত বিসিএস ক্যাডারের কর্মকর্তারা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাঁচবিবি পৌর শহরের প্রাণকেন্দ্র পাঁচমাথা মোড়ে কর্মকর্তারা দাঁড়িয়ে মানববন্ধন করেন।
আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ পাঁচবিবি উপজেলা কমিটির আয়োজনে মানববন্ধনের মাধ্যমে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতি কর্মকর্তারা দাবি করেন উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল, কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় ও সকল ক্যাডারের সমতা চাই।
একই সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাখ্যান চায় তারা।
এসব দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করেন পাঁচবিবির সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মাহমুদা খাতুন পপি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা স্বাস্থ্য কম্পপ্রেক্সে কর্মরত ডেন্টাল সার্জন ডা. মো. হাবিবুল হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. জহির রায়হান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শ্রী অনিরুদ্ধ দাস ও উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি সার্জন ডা. ফয়সাল রাব্বী।
ইএইচ