ইন্দুরকানীতে ৫ম কাব-ক্যাম্পুরী মহাতাঁবু জলসা ও পুরস্কার বিতরণ

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ০৩:০০ পিএম
ইন্দুরকানীতে ৫ম কাব-ক্যাম্পুরী মহাতাঁবু জলসা ও পুরস্কার বিতরণ

ইন্দুরকানী উপজেলা ৫ম কাব-ক্যাম্পুরী-২০২৪ এর মহাতাঁবু জলসা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার রাতে এম ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৫ দিনব্যাপী কাব-ক্যাম্পুরী উপজেলা শিক্ষা অফিসার ও স্কাউটস্রে সহ-সভাপতি মো আব্দুল হাকিমের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ খান মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় এ মহাতাঁবু জলসা ও পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইন্দুরকানী স্কাউট সভাপতি প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মাদ আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. মারুফ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফরিদ আহম্মেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, ইউআরসি কর্মকর্তা অ্যাকাডেমিক সুপারভাইজার অশোক রায়, বাংলাদেশ স্কাউট্স ইন্দুরকানী শাখার সাধারণ সম্পাদক এম আহসানুল ছগীর, বিএনপির যুগ্ম আহ্বায়ক মাস্তান হাফিজ,এইচ এম ফারুক হোসাইন, এমইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিন গাজী, বাংলাদেশ স্কাউট্স ইন্দুরকানী শাখার কমিশনার এস এম লোকমান হোসেন, প্রোগ্রামার মো. সেকান্দার আলী খান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান খানসহ ৩৯টি স্কুলের স্কাউটস্রে শিক্ষক-শিক্ষিকারা।

ইএইচ