বরিশালে প্রিপেইড মিটার বন্ধ, ডিমান্ড চার্জ এবং স্লাব রেট বাতিলের দাবি

বরিশাল ব্যুরো প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ০৪:২৩ পিএম
বরিশালে প্রিপেইড মিটার বন্ধ, ডিমান্ড চার্জ এবং স্লাব রেট বাতিলের দাবি

জনভোগান্তি, হয়রানি ও প্রতারণার প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও বিদ্যুৎ বিল থেকে ডিমান্ড চার্জ বাতিল এবং বিদ্যুৎ বিলের মূল্য স্লাব বাদ দিয়ে একই রেটে আনা এই ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বরিশাল বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু।

এ সময় বক্তব্য দেন- কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) বরিশাল জেলার সাধারণ সম্পাদক রঞ্জিত দত্ত, বরিশাল বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের সদস্য রুবিনা ইয়াসমিন, ইয়াসমিন সুলতানা, ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব।

ইএইচ