নিখোঁজের পর বৃদ্ধের লাশ মিলল পুকুরে

নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ০৫:২৪ পিএম
নিখোঁজের পর বৃদ্ধের লাশ মিলল পুকুরে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মধ্য নাজিরপুর গ্রামের খসরু মিয়ার পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মোতালেব (৭৫) একই ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের মৃত নুর আহম্মদের ছেলে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, নিহত ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইএইচ