আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত সরদার নিহত, নারী আটক

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৪, ০৩:৩১ পিএম
আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত সরদার নিহত, নারী আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি হত্যা ও ৮টি ডাকাতির মামলার আসামি এলাকার কুখ্যাত ডাকাত সরদার বিল্লাল (৩৫) গণপিটুনিতে নিহত হয়েছেন।

একই সাথে গণপিটুনিতে গুরুতর আহত অবস্থায় তার সহযোগী মহিলা ডাকাত লাভলীকে (৩৩) পুলিশে সোপর্দ করেছে উত্তেজিত জনতা।

ঘটনাটি ঘটেছে উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহিন্দী রামনগর এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে।

নিহত ডাকাত বিল্লাল একই ইউনিয়নের নারান্দী টানপাড়া গ্রামের আ. মজিদের পুত্র এবং আহত লাভলী পার্শ্ববর্তী তিলচন্দী এলাকার মৃত ইদ্রিছ আলীর মেয়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, নিহত বিল্লাল ছিল নারান্দী তিলচন্দী কাহিন্দী এলাকার সকল ডাকাতদের সরদার। সে এলাকার ডাকাতদেরকে ডাকাতি করার জন্য সংগঠিত করতো।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, নিহত বিল্লালের নামে একটি হত্যা ও ডাকাতিসহ ৯টি মামলা রয়েছে।

ইএইচ