বিএনপির ৩১ দফার প্রচার নিয়ে ব্যবসায়ী, রাজনীতিবিদ ও মাগুরা-২ আসনের সাবেক এমপি কাজী সালিমুল হক কামালের ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে।
শুক্রবার বিকালে কাজী সালিমুল হক কামাল নিজের ফেসবুক ওয়ালেটে স্ট্যাটাস দেন।
কাজী কামাল সাবেক সংসদ সদস্য ও জিকিউ গ্রুপের মালিক।
ভাইরাল হওয়া ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘২৯শে ডিসেম্বর মোহাম্মদপুরে বিএনপির ৩১ দফা প্রচারের জন্য আয়োজিত জনসভা নিয়ে সম্প্রতি যে কাঁদা ছোড়াছুড়ি হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক ও অপ্রত্যাশিত। প্রথমে আমাদের ভাবতে হবে—এই ধরনের বিভ্রান্তি ও বিরোধের পেছনে কারা আছে? তারা কি সত্যিই দলের প্রতি অনুগত, নাকি অন্য কোনো স্বার্থান্বেষী মহল থেকে চালিত হচ্ছে? দলের প্রকৃত নেতাকর্মী কখনোই দলের প্রচারমূলক কোনো অনুষ্ঠানের বিরোধিতা করতে পারে না। এই সভা তো আমাদের দলের লক্ষ্য ও আদর্শ প্রচারের জন্য।তাহলে বিরোধ কোথায়?
আমরা কেন এই প্রচারণার বিরুদ্ধে কথা বলব? এমনকি শোনা যাচ্ছে, কিছু নেতাকর্মী এই বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অভিযোগ তুলেছেন, কিন্তু সেখান থেকে তাদের মনঃপুত কোন সিদ্ধান্ত না আসায় তারা মর্মাহত।’
‘আমাদের মনে রাখতে হবে, বিএনপি একটি গণতান্ত্রিক দল। দল কারও একার সম্পত্তি নয় বরং এটি সকল নেতাকর্মীর সমন্বয়ে গঠিত। যারা দলের জন্য কাজ করেছেন এবং করছেন,তাদের সবারই দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ ও সমর্থন দেওয়ার অধিকার রয়েছে।
যারা দীর্ঘদিন ধরে দলের পতাকা ধরে রেখেছেন, আন্দোলনে অংশ নিয়েছেন, জেল-জুলুম সহ্য করেছেন, গুলি খেয়েছেন—তাদের কাজ ও ত্যাগ কখনোই অগ্রাহ্য করা যায় না। আমাদের সবাইকে বুঝতে হবে যে, দল কোনো আসন কাউকে চিরস্থায়ীভাবে ইজারা দেয় না। প্রার্থী নির্ধারণে দল সবসময় যোগ্যতাকেই প্রাধান্য দেবে।
দলে অনেক যোগ্য প্রার্থী আছে। নবীন ও প্রবীণ যারা দল ও জনগণের সেবা করে আসছেন। দলের জন্য জেল খেটেছে,গুলি খেয়েছে।এরা যদি নিজেদের যোগ্য মনে করে, এবং দলের যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে, তাহলে নমিনেশনের জন্য চেষ্টা করতে দোষ কোথায়। এরা তো দলের বিরুদ্ধে কোন কাজ করছে না।দলের অভ্যন্তরীণ বিবাদ ও বিভেদ দলীয় ঐক্যকে দুর্বল করে। সামনে অনেক কঠিন দিন আসছে। পরবর্তী নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং হবে, এবং এই পরিস্থিতিতে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমরা যদি ব্যক্তিগত স্বার্থে দলকে ক্ষতিগ্রস্ত করি, তাহলে শুধু দল নয়, পুরো জাতি এর ফল ভোগ করবে। তাই আসুন, আমরা সব ধরনের বিভাজন ভুলে গিয়ে দলের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে কাজ করি। দল যাকে নমিনেশন দেবে, তার পেছনে সবাই একসঙ্গে কাজ করব। দলীয় ঐক্যই আমাদের শক্তি এবং এই শক্তির মাধ্যমেই আমরা বিজয়ী হব। দল, আদর্শ, এবং জাতির প্রতি অঙ্গীকার নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। ‘
ইএইচ