কনকনে শীতে সীমাহীন কষ্টে পড়েছে পাহাড়ের বয়স্ক মানুষগুলো। এ পরিস্থিতিতে ফুটপাতে থাকা দুঃস্থ, অসহায়, প্রতিবন্ধী, ছিন্নমূল মানুষের মাঝে জনকল্যাণমুখী ও মানবিক কর্মসূচির অংশ হিসেবে বিএনপির কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়ার পক্ষে মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও এতিমখানার শীতার্তদের পাশে দাঁড়িয়েছে মাটিরাঙ্গা পৌর বিএনপি।
শুক্রবার বিকালের দিকে মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল।
এরপর মাটিরাঙ্গা পৌর শহরের নতুনপাড়া, মুসলিমপাড়া, মিস্ত্রিপাড়া, মাতাব্বরপাড়া ও চরপাড়াসহ বিভিন্ন এতিমখানায় পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে পৌর বিএনপির নেতৃবৃন্দ।
কম্বল বিতরণ কালে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য প্রচণ্ড শীতে কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খাগড়াছড়ির জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়ার পক্ষথেকে মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়াড ও এতিমখানায় ৫ শতাধিক অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণকালে মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সাদ্দাম হোসেন, মাটিরাঙ্গা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. ছায়েম উদ্দিন খোন্দকার মুকুট, যুবদল নেতা মো. আরিফ হোসেন ও ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ইএইচ