পাবনার ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে স্থানীয় ময়দানদিঘী বাজার চত্বরে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ময়দানদিঘী বাজার ইউনিটের সভাপতি মো. আব্দুল মান্নান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা জামায়াতে ইসলামীর তরবিয়াত সেক্রেটারি ও পাবনা-৩ (ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা আলী আজগর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা.মাওলানা মহির উদ্দিন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আমিনুল ইসলাম, খানমরিচ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সেক্রেটারি অধ্যাপক মনজিল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু হুরায়রা হৃদয় প্রমুখ।
ইএইচ