কিশোরগঞ্জের করিমগঞ্জে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে করিমগঞ্জ উপজেলা কৃষি অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী করিমগঞ্জের কৃতি সন্তান শেখ খাইরুল কবির।
সভা সঞ্চালনা করেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক শাহরিয়ার রশিদ অন্তর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর উত্তরসূরি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য আজাদ খান ভাসানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা গুলশান বাড্ডা জোনের অন্যতম সংগঠক জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য মোস্তাক আহমেদ শিশির।
মতবিনিময় সভায় কিশোরগঞ্জ সদর থানার প্রতিনিধি সাইফুল্লাহ সিদ্দিকী হিমেল, আসাদুজ্জামান, সাদবিন জনি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আহমেদ শুভ, কবি নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাজমুল আলম সোহান, জাতীয় নাগরিক কমিটি করিমগঞ্জ উপজেলা শাখার অন্যতম নারী সংগঠক সোনিয়া আক্তার মতবিনিময় সভায় বক্তব্য দেন।
ইএইচ