মোরেলগঞ্জে বিএনপির সাবেক এমপির স্মরণে দোয়া

মোরেলগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪, ০১:৪৬ পিএম
মোরেলগঞ্জে বিএনপির সাবেক এমপির স্মরণে দোয়া

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ড. মিয়া আব্বাস উদ্দিনের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার বেলা ১১টার দিকে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।

সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন সামাদ, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান বাচ্চু, এফএম শামীম আহসান, আসাদুজ্জামান মিলন ও অধ্যক্ষ মিজানুর রহমান।

ইএইচ