নেত্রকোণায় প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের বর্ষ সমাপনী উন্নয়ন সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় নেত্রকোণা সদর উপজেলা পরিষদ হলরুমে প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড নেত্রকোণা সার্ভিস সেল এ অনুষ্ঠানের আয়োজন করে।
বর্ষ সমাপনী উন্নয়ন সভায় নেত্রকোণা সার্ভিস সেলের এএমডি ও ইনচার্জ পারুল আক্তারের সভাপতিত্বে অ্যাডভোকেট ফরিদ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সিনিয়র ডিএমডি (উন্নয়ন) মোহাম্মদ শাহজাহান আজাদি, প্রধান কার্যালয়ের ডিএডি মোহাম্মদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী, সদর উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. সাজ্জাদুর রহমান খান পাঠানসহ অন্যান্য উপজেলার অফিস ইনচার্জ ও কর্মীবৃন্দ।
উন্নয়ন সভায় বক্তারা, বীমা গ্রাহক সেবা, বীমা দাবি পরিশোধ, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ বীমা কর্মী নিয়োগ ও কর্মীদের কাজে উৎসাহ উদ্দীপনার ব্যবস্থা, বীমা গ্রাহকদের ডিজিটাল তথ্য সেবা প্রদান, নবায়ন প্রিমিয়াম কালেকশান ও গ্রাহকদের স্বাস্থ্যসেবা কার্ড প্রদানের মাধ্যমে দেশের বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্যসেবা দেয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।
ইএইচ