মুক্তাগাছায় শীতবস্ত্র বিতরণ

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪, ০৩:২৬ পিএম
মুক্তাগাছায় শীতবস্ত্র বিতরণ

ময়মনসিংহের মুক্তাগাছায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাশিমপুর ইউনিয়নে মুকিম ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক নারী-পুরুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

মুকিম ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আল-মুকিমুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম।

কাশিমপুর ভূমি অফিস মাঠে আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন- আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুলের প্রধান শিক্ষক বসির উদ্দিন, স্বদেশ হাসপাতালের সিরাজুল ইসলাম, বদিউজ্জামান মিঠুন, গ্রীনল্যান্ড গ্রুপের শাফায়েত হোসেন, মজিবুর রহমান তালুকদার, মাওলানা ইমরান হোসেন, কামরুজ্জামান, নজরুল ইসলাম প্রমুখ।

ইএইচ