কাউনিয়ায় ভোটের মাধ্যমে ওয়ার্ড বিএনপির নেতা নির্বাচন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪, ০৩:৪১ পিএম
কাউনিয়ায় ভোটের মাধ্যমে ওয়ার্ড বিএনপির নেতা নির্বাচন

‘দূর থেকে দেখে মনে হবে এটি ইউনিয়ন অথবা জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্র।’ কিন্তু না এটি একটি ওয়ার্ড বিএনপির নেতা নির্বাচন। দীর্ঘ ১৬ বছর পর রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির কমিটি ব্যালট পেপারের ভোটের মাধ্যমে গঠন করার নির্বাচন শুরু হয়েছে।

শনিবার উপজেলা বিএনপির কার্যালয়ে তিনটি পদে গোপন ব্যালটের মাধ্যমে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনটি করে মোট ৯টি ওয়ার্ডের ভোট পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

এ ভোট শুধু ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা দিতে পারবেন।

তফসিল মোতাবেক গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই হয়েছে। প্রার্থীরা প্রচারের সময় পেয়েছেন, নির্বাচনের জন্য ছিলেন প্রিসাইডিং ও পোলিং অফিসার, ছিল ভোটের বাক্স।

ভোট দিতে আসা একাধিক ভোটার বলেন, ‘আগে নেতারাই নেতা নির্বাচন করে দিতেন। কিন্তু এবার আমাদের নেতা আমরাই ভোটের মাধ্যমে নির্বাচন করব। এ জন্য আমরা খুব খুশি।’

নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন  বালাপাড়া ইউনিয়ন বিএনপির  আহ্বায়ক  শাহজাহান মিয়া, রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, সহকারী  রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর চৌধুরী লিটন।

উপজেলা বিএনপির সদস্য সচিব ও নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোজাহারুল আলম বাবলু বলেন, নেতা নির্বাচিত করতে গণতান্ত্রিক প্রক্রিয়া বেছে নেওয়া হয়েছে। এতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা উচ্ছ্বসিত। তারা মূল্যায়ন পাচ্ছেন। যেন ভোট উৎসব সৃষ্টি হয়েছে। এভাবে দলে ও রাষ্ট্রের সব পর্যায়ে গণতান্ত্রিক পদ্ধতি ফিরে আসুক। মানুষ শান্তিতে বসবাস করুক।

ইএইচ