ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চর গোসাইপুর বকশি বাড়ি প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে চরগোসাইপুর পশ্চিমপাড়া বকশি বাড়িতে এ লাঠি খেলাটি অনুষ্ঠিত হয়।
লাঠি খেলাটি দেখার জন্য চরগোসাইপুরসহ নবীনগর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার দর্শক উপস্থিত হন।
ঢাক, ঢোল আর সানাইয়ের শব্দে চারপাশ আলোড়িত হয়। বাদ্যযন্ত্রের তালে নেচে গেয়ে লাঠি খেলে নানান অঙ্গভঙ্গির মাধ্যমে বাঙালি সংস্কৃতি ও গ্রামীণ জনজীবনের নানা দিক প্রদর্শন করে লাঠিয়ালরা।
তারপরই শুরু হয় লাঠির কসরত, প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও তাকে আঘাত করতে ঝাঁপিয়ে পড়ার অসাধারণ দৃশ্য দেখেন উপস্থিত দর্শকরা।
দর্শকদের করতালি আর হৈ-হুল্লোড়ে আরও জাঁকজমকপূর্ণ হয়ে উঠে লাঠি খেলার আসর। এই লাঠিখেলায় নবীনগর উপজেলার কুড়িঘর গ্রামের একটি লাঠিয়াল বাহিনী দল অংশগ্রহণ করেন।
লাঠি খেলায় বড়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাসারের সভাপতিত্বে আলমগীর হোসেন ও মকবুল হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল হোসেন বকশি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জাকির হোসেন বকশি, বড়াইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামিম খান।
সার্বিক সহযোগিতায় ছিলেন, মীর নুরুল ইসলাম, মীর মুসলেম, ইকবাল বকশি, আলমগীর বকশি, রিপন বকশি, জুয়েল বকশি, কালন বকশি, ফরিদ বকশি, শাকিল বকশি, মো. মারুফসহ এলাকার গণমাধ্যম ব্যক্তিবর্গ।
ইএইচ